পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়,

ছবি
আজ শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ি রংপুরে  শারদাঞ্জলি  ফোরাম  রংপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় শ্রী অমল রায় কে সভাপতি ও শ্রী সমরেশ দাস সাগরকে সাঃ সম্পাদক করে  ৫১ সদস্যের  পূর্নাঙ্গ কমিটি  গঠন করা হয়।  বিস্তারিত পরে  আসছে ।
ছবি

মানিকগঞ্জ এ ২য় শারদাঞ্জলি গীতা নিকেতন এর শুভ উদ্ভোধন হতে যাচ্ছে।

ছবি
মানিকগঞ্জ এ ২য় শারদাঞ্জলি গীতা নিকেতন এর শুভ উদ্ভোধন হতে যাচ্ছে। তাং: ১৬ই নভেম্বর ২০১৮ইং, রোজ: শুক্রবার। সময়: বেলা ১২ ঘটিকা। স্থান: গোবিন্দ জিউ মন্দির, আমডালা, শিবালয়, মানিকগঞ্জ। পরিচালনায়ঃ শারদাঞ্জলি ফোরাম মানিকগঞ্জ জেলা শাখা।

গতকাল ৯ নভেম্বর, ২০১৮ ইং শুক্রবার শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে শারদাঞ্জলি ফোরাম ঢাকা

ছবি
গতকাল ৯ নভেম্বর, ২০১৮ ইং শুক্রবার শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে শারদাঞ্জলি ফোরাম ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত আহ্বায়ক কমিটির সারথিদের সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে ২য় মেয়াদে শ্রী রতন চন্দ্র পাল পুনরায় সভাপতি, শ্রী দেবাশীষ পাল দেবু এবং শ্রী পিন্টু পাল সহ-সভাপতি, শ্রী দিলীপ কুমার সাহা সাধারণ সম্পাদক, শ্রী মিন্টু পাল যুগ্ম-সাধারণ সম্পাদক, শ্রী পলাশ নাথ সাংগঠনিক সম্পাদক,  শ্রী উৎপল ভট্টাচার্য প্রচার সম্পাদক, শ্রী বিক্রম দাসকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শ্রী সুভাষ হালদারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নির্বাচিত ঢাকা মহানগর কমিটির সকল সারথিকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশাকরি কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর কমিটির সারথিগণ অতীতের ধারাবাহিকতায় সম্মিলিতভাবে শারদাঞ্জলি ফোরামের চলমান সকল ধর্মীয় ও মানবিক কার্যক্রম বাস্তবায়নে একসাথে কাজ করে যাবেন। জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।  বাবুল চন্দ্র পাল সভাপতি  লিটন চন্দ্র পাল সাধারণ সম্পাদক  কেন্দ্রীয় কার্যনির্বাহী কম...

শুভ ভাই ফোটা

ছবি
#ভাই_ফোটা_কি ও ভাই_ফোটার_প্রচলন_কখন? ভাতৃ দ্বিতীয়া শুক্রবার ০৯ নভেম্বর ২০১৮ ভাইফোঁটা   দিব্য  ভাইফোঁটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবের পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। #কার্তিক_মাসের_শুক্লাদ্বিতীয়া_তিথিতে (কালীপূজার দুই দিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব #কার্তিক_মাসের_শুক্লপক্ষের_২য়_দিন উদযাপিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপিত হয়ে থাকে। এই উৎসবের আরও একটি নাম হল #যমদ্বিতীয়া। কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্য মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে ছড়া কেটে বলে- “#ভাইয়ের_কপালে_দিলাম_ফোঁটা, #যমের_দুয়ারে_পড়ল_কাঁটা। #যমুনা_দেয়_যমকে_ফোঁটা, #আমি_দিই_আমার_ভাইকে_ফোঁটা॥ #যমুনার_হাতে_ফোঁটা_খেয়ে_যম_হল_অমর। #আমার_হাতে_ফোঁটা_খেয়ে_আমার_ভাই_হোক_অমর॥ এইভাবে বোনেরা ভাইয়ের দীর্ঘজীবন কামনা...

শারদাঞ্জলি গীতা নিকেতন,গোবিন্দ জিও মন্দির,তুলসিদাসের আঙিনা,আমদালা,শিবালায়া,মানিকগঞ্জ।শুভ উদ্ভোধন ।

ছবি
শারদাঞ্জলি গীতা নিকেতন ,গোবিন্দ জিউ মন্দির ,তুলসী দাসের আঙ্গিনা, আমডালা,শিবালয়, মানিকগঞ্জ।শুভ উদ্ভোধন।সম্ভাব্য তারিখ নির্ধারণ 16/11/18.মানিকগঞ্জ জেলার সকল সারথিবৃদ কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

মহামায়ে জগন্মাতেঃ কালীকে

ছবি
। গৃহান বনন্দনং দেবী নমস্তে পরমেশ্বরী।’ দীপাবলির রাতে অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যার মহা নিশীথে মহাদেবী, মহাকালী এই ভূমণ্ডলে আবির্ভূত হন। এটাই তার আবির্ভাবের তিথি। কালী বিলাসতন্ত্রে আছে- ‘কার্তিকে কৃষ্ণ পক্ষে তু পক্ষদশ্যাং মহানিশি। আবির্ভূতা মহাকালী যোগিনী কোটিভিসহা।’ আর এ কারণেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শাক্ত সম্প্রদায় দেবী মহাকালীর পূজা করে থাকেন। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গুণ অনুসারে শৈব, শাক্ত, গানপত্য ও বৈষ্ণব, ভিন্ন ভিন্ন ধারায় ভগবানের আরাধনা করা হয়ে থাকে। স্কন্ধ পুরাণের বিষ্ণু খণ্ডে (৯.৬১) দীপাবলির মাহাত্ম্যে বর্ণিত আছে, মহারাত্রীঃ সমুৎপন্না চতুর্দশ্যাঃ মুনীশ্বরঃ। দক্ষিণাকালী চতুর্ভুজা। তার চার হাতের একেকটিতে রয়েছে খড়গ, রয়েছে অসুরের ছিন্ন মুণ্ড, বর ও অভয় মুদ্রা। গলায় রয়েছে অসুরের মুণ্ডের মালা। সাধক কবি গেয়েছেন- ‘আদিভূতা সনাতনী, ব্রহ্মরূপা শশীভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন মুণ্ডমালা কোথায় পেলি?’ মহাদেবী তো পরমেশ্বর ভগবানেরই বহিরঙ্গা শক্তি, তিনি তো অনাদি-অনন্তকালের। সৃষ্টির আদি থেকেই তার গলায় মুণ্ডমালা। মুণ্ড বলতে এখানে বর্ণ অক্ষর মালাকে বোঝানো হয়েছে। অ থেক...

মা কালীর প্রনাম মন্ত্র

ছবি
মা কালীর প্রনাম মন্ত্র  জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দূর্গা শিবা সমাধ্যার্তী সাহা সুধা নমস্তুতে

ক্ষমা প্রার্থণা মন্ত্র

ছবি
ক্ষমা প্রার্থণা মন্ত্র   যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীং চ  যদভবেদ পুর্ন ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ সুরাশ্বর৷৷  প্রনব মন্ত্র   ঔঁ নারায়নং নমসকৃৎ নরং চৈব নর তমম  দেবীং সরস্বত্বী চৈব তত জয়

আসুন সবাই এগিয়ে আসি

ছবি
"মানবতা বিপর্যস্ত নয়                       পাশে রয়েছে লক্ষ সারথি" সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি এই মায়ের পাশে দাড়ানোর জন্য।        নেই খাবার, নেই শোয়ার যায়গা, নেই বস্ত্র, নেই আত্নীয়স্বজন এক ছেলে আছে সেও আবার বউ নিয়ে কোথায় গেছে বলতে পারে না। অনাহারে অতিবাহিত করছে দিন..... উল্লেখ্য যে এই মায়ের ঠিকানা রাজারহাট, কুড়িগ্রাম।                              অনুরোধক্রমে                       সভাপতি/ সম্পাদক                  শারদজ্ঞলি ফোরাম রংপুর জেলা শাখা। 01727-713410 01710-052483 01737-321810

শারদাঞ্জলি গীতা স্কুল

ছবি
ওঁ নমো ভগবতে বাসুদেবায় সুখবর............. সুখবর............সুখবর         অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ২০-০৭-১৮ ইং রোজ শুক্রবার বরিশাল জেলার উজিরপুর  উপজেলায় শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে একটি শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন করা হবে। জয় গীতা, জয় শারদাঞ্জলি ফোরাম।
ছবি
শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা কমিটি  সকলের প্রিয় মুখ শ্রী সমরেশ দাস সাগর শুভ জন্মদিনে রইলো অনেক অনেক শ্রীকৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। সাথে দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করছি। প্রচারে : শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা শাখা।
ছবি
অদ্য ০৮-০৬-২০১৮ইং রোজ শুক্রবারের বিভিন্ন জেলা শারদাঞ্জলি গীতা নিকেতনের শিক্ষার্থীদের কিছু স্থির চিত্র।  বরিশাল, হবিগঞ্জ, চট্রগ্রাম, গোপালগঞ্জ, দিনাজপুর সহ বিভিন্ন স্থানে আজকের ক্লাশ চলতি কালীন কিছু ছবি আমাদের জেলা সারথীবৃন্দ পাঠিয়েছেন। শারদাঞ্জলি ফোরামের জয় জয়কার দিন দিন বৃদ্ধি পাচ্ছে গীতা শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে। জয় গীতা জয় শারদাঞ্জলি ফোরামের জয়। প্রচারেঃ শারদাঞ্জলি ফোরাম মানিকগঞ্জ
ছবি
অদ্য ০৮/০৬/২০১৮ শুক্রবার শারদাঞ্জলি ফোরাম নারায়ণগন্জ জেলা কর্তৃক পরিচালিত গীতা স্কুলে   উপস্হিত স্কুল শিক্ষক শ্যামানন্দ দাস অধিকারী, সহকারী শিক্ষক রন্জীত দাস, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক গোপীনাথ পাল, নারায়ণগন্জ জেলার  সভাপতি আশীষ দাস, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লিটন চন্দ্র পাল।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৩ই আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ (২৮ জুন, ২০১৮

ছবি
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৩ই আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ (২৮ জুন, ২০১৮ খ্রিস্টাব্দ ) রোজ বৃহস্পতিবার বিশ্ব ঐতিহ্যবাহী শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে গত বছরের ন্যায় এবার তৃতীয় বারের মত শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে বিনা মূল্যে চিকিৎসা সেবা, খাবার স্যালাইন, বিশুদ্ধ খাবার জল, শ্রীমদ্ভগবদ্গীতা এবং শারদাঞ্জলি ফোরামের ক্যালেন্ডার বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় মানবতার জয় জয় হোক শারদাঞ্জলি ফোরামের

সম্মানিত উপদেস্টাবৃন্দ সহ কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় ধাপে নির্বাচিত সারথিদের নামের তালিকা প্রকাশ

ছবি
সম্মানিত উপদেস্টাবৃন্দ সহ কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় ধাপে নির্বাচিত সারথিদের নামের তালিকা প্রকাশ শারদাঞ্জলি ফোরামের সারথিদের আনন্দের সাথে  জানানো যাচ্ছে যে, বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন সামাজিক এবং ধর্মীয় ব্যক্তিত্ব শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অদ্য তাঁদের নাম অদ্য জুন ৬, ২০১৮ তারিখ প্রকাশ করা হলো।    এছাড়া জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সারথিদের পরামর্শক্রমে এবং সভাপতি ও সাধারণ সম্পদকের বিবেচনায় দ্বিতীয় দফায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সারথিদের নামের তালিকা ঘোষণা করা হলো। মূল কমিটির আরও যেসব পদ এবং নির্বাহী সারথির পদ শূণ্য আছে, গঠনতন্ত্র মোতাবেক সেসব পদে পরবর্তীতে ধাপে ধাপে সভাপতি এবং সাধারণ সম্পদক নির্বাচন করবেন। এব্যাপারে প্রয়োজনে তারা অন্যান্য সাংগঠনিক পদে নির্বাচিত সারথিদের পরামর্শ নিতে পারবেন।  নিচে সম্মানিত উপদেস্টাবৃন্দ সহ জেলাওয়ারী নির্বাচিত সারথিদের নাম ও পদবী দেয়া হলো।  সম্মানিত উপদেষ্টামণ্ডলীর নামঃ  ১) প্রফেসর হীরেন্দ্র নাথ বিশ্বাস, প্রাক্তন অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স...
ছবি
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বারদীতে  শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে  শারদাঞ্জলি ফোরাম এর সেবা ক্যাম্পে  আজ শনিবার সন্ধ্যা থেকে আগত পুণ্যার্থীদের মাঝে শুরু হচ্ছে সকল সেবামূলক কার্যক্রম।  ভক্তদের সেবায় নিয়োজিত আছে শারদাঞ্জলি ফোরামের ডাক্তার-নার্স সহ একঝাঁক তরুণ সারথি। সবাইকে আমাদের সেবা ক্যাম্পে আসার আমন্ত্রণ জানাচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।
ছবি
প্রেস নোট,   ২ জুন ২০১৮         অামরা অানন্দের সাথে জানাচ্ছি যে গতকাল ( ০১/০৬/১৮) শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা শাখার আহ্বানে ওঁ ঁরী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ীতে এক জরুরী অালোচনা সভার অায়োজন করা হয় ।সভার প্রারম্ভে সকল সারথি কালী মায়ের শ্রীচরণে ভক্তি নিবেদনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয় । সভাপতির সন্মতিক্রমে সাঃ সম্পাদক সমরেশ দাস সাগর সভা শুরু করেন । পরে রংপুর শারদান্জলি ফোরামের উপদেষ্টা, নির্মমতার বলি হওয়া প্রখ্যাত অাইনজীবি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা কাকুর অাত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় ।  উক্ত সভায় সর্ব-সন্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গ্রহন করা হয় ।                                                                    ১। অাগামি মাসের মধ্যে সারথি নিবন্ধন ও নতুন সারথি          সংগ্রহের উপর জোর দেয়া ।       ২। জ...
ছবি
প্রেস নোট,   ২ জুন ২০১৮         অামরা অানন্দের সাথে জানাচ্ছি যে গতকাল ( ০১/০৬/১৮) শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা শাখার আহ্বানে ওঁ ঁরী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ীতে এক জরুরী অালোচনা সভার অায়োজন করা হয় ।সভার প্রারম্ভে সকল সারথি কালী মায়ের শ্রীচরণে ভক্তি নিবেদনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয় । সভাপতির সন্মতিক্রমে সাঃ সম্পাদক সমরেশ দাস সাগর সভা শুরু করেন । পরে রংপুর শারদান্জলি ফোরামের উপদেষ্টা, নির্মমতার বলি হওয়া প্রখ্যাত অাইনজীবি এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা কাকুর অাত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় ।  উক্ত সভায় সর্ব-সন্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গ্রহন করা হয় ।                                                                    ১। অাগামি মাসের মধ্যে সারথি নিবন্ধন ও নতুন সারথি          সংগ্রহের উপর জোর দেয়া ।       ২। জ...
ছবি
মানবতার অপর নাম শারদাঞ্জলি ফোরাম আজ পহেলা জুন শুক্রবার শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে ফেনীর মাস্টাপাড়ায় মাধবভবনে অবস্থিত  গীতা নিকেতনে দরিদ্র পরিবারের মেয়ে এবারে কুমিল্লা বোর্ড থেকে মাধ্যমিক পাস করা সাথী রানী রায়কে ৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং উচ্চমাধ্যমিক এর নতুন কিছু পাঠ্যপুস্তক সহ গীতা শিক্ষার উপকরণ প্রদান করা হয়।   শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দোলন কৃষ্ণ সাহা, বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ, ফেনী সরকারি কলেজ, শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা শাখার উপদেষ্টা শ্রী গৌতম ভৌমিক, বিধান চন্দ্র সেন (সাথী রাণী রায় এর স্কুল শিক্ষক ) এবং শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শ্রী শুভরাজ বনিক, সদস্য সচিব শ্রী রুপম পাল, সারথি সমন পাল সহ অন্যান্য  সারথিবৃন্দ ও  সীতাকুণ্ড থেকে আগত শারদাঞ্জলি ফোরামের শুভাকাঙ্ক্ষী শ্রী জিতু কর্মকার। এমন একটি মহতী কাজ সম্পাদনের জন্য ফেনী জেলার সারথিদের ধন্যবাদ জানাচ্ছি। জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার
ছবি
সম্মানীত সুধী, প্রথমেই আমার নমস্কার গ্রহন করুন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শারদাঞ্জলী ফোরাম, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাদারীপুর জেলার কদমবাড়ীতে অনুষ্ঠিত মহামানব গণেশ পাগলের সেবাশ্রমে দ্বিতীয়বারের ন্যায় অত্যন্ত সুস্ঠ ও সফলভাবে আমরা আমাদের সেবাক্যাম্প পরিচালনা করেছি। এই সফলতার সকল কৃতিত্ব আমি আমার ফোরামের সম্মানীত সভাপতি শ্রী বাবুল চন্দ্র পাল দাদা,  সম্মানীত সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল দাদা সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ,  কেন্দ্রীয় কমিটির সারথীবৃন্দ ও আমার গোপালগঞ্জে -র  প্রাণের সারথীবৃন্দের মাঝে  উত্সর্গ করতে চাই।আর ব্যার্থতার সকল দায়ভার সুদূর প্রবাস থেকে আমি আমার কাঁধে তুলে নিলাম। আমি এমনই এক হতভাগা সুদূর প্রবাসে থাকার দরুন আপনাদের মত সারথীদের চরণধূলি ও ভক্তসেবা থেকে বঞ্চিত হয়েছি। তবুও চেষ্টা করেছি প্রবাসে থেকেও নিজের সব্বোর্চ টুকু করার জন্য। এরমধ্যে হয়তোবা আমার কোনো ভুল পদক্ষেপ থাকতে পারে,  সেজন্য আমি আমার প্রাণের সারথীদের কাছে ক্ষমা প্রার্থী। সেবাক্যাম্পের শুরু থেকেই গোপালগঞ্জ জেলা শাখার সকল সারথী আপ্রাণভাবে চেষ্টা করেছেন সেবা ক্যাম্প কে স...

শারদাঞ্জলি ব্রেকিং ---- . ১৮ ই জৈষ্ঠ্য শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসের আগের দিন রাত ৯ ঘটিকায় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক গানের আয়োজন করতে যাচ্ছি।

ছবি
শারদাঞ্জলি ব্রেকিং ---- . ১৮ ই জৈষ্ঠ্য শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসের আগের দিন রাত ৯ ঘটিকায় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক গানের আয়োজন করতে যাচ্ছি। . এখানে শারদাঞ্জলির বিভিন্ন কার্যক্রমের উপর মৌলিক গান পরিবেশ হবে, আগত ভক্তদের মাঝে শারদাঞ্জলি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড নিয়ে। . শারদাঞ্জলি গীতা নিকেতন কে আরো একধাপ এগিয়ে নিতে আমরা এই আয়োজন করতে চাচ্ছি সর্বোপরি গীতা শিক্ষার প্রবনতা বৃদ্ধি পাক এই লক্ষ্যেই যাত্রা। . এছাড়াও শারদাঞ্জলির সমাজ সচেতনতার উপর রচিত কবিতা আবৃতি থাকবে। . আমাদের কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। . জয় শারদাঞ্জলির জয় কপি পোষ্ট, সুমন বর্মন  দাদা

অদ্য মে ২৫, ২০১৮ ইং শুক্রবার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নলিখিত সারথিদের নিয়ে ১১ সদস্যের শারদাঞ্জলি ফোরাম নীলফামারী জেলা অাহ্ববাহক কমিটি গঠিত হয়: ।

ছবি
অদ্য মে ২৫, ২০১৮ ইং শুক্রবার  নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নলিখিত সারথিদের নিয়ে ১১ সদস্যের শারদাঞ্জলি ফোরাম নীলফামারী জেলা অাহ্ববাহক কমিটি গঠিত হয়:  অাহ্ববাহক- সুশান্ত সরকার শান্ত যুগ্ন অাহ্ববাহক- সঞ্জয় সরকার জয় যুগ্ন অাহ্ববাহক- গৌতম রায় যুগ্ন অাহ্ববাহক-শিমুল চন্দ্র রায় যুগ্ন অাহ্ববাহক- হরিপদ রায় সদস্য সচিব- তাপস চন্দ্র দাস যুগ্ন সদস্য সচিব- পরিতোষ চন্দ্র রায় কোষাধ্যক্ষ- বলরাম রায় সদস্য- হরিদাস রায় সদস্য- জগদীশ রায় সদস্য- নিত্য চন্দ্র সরকার।

নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন ও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা শুভ কামনা আগামী পথ চলার

ছবি
শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সারথিদের নামের তালিকা শারদাঞ্জলি ফোরামের সারথিদের আনন্দের সাথে  জানানো যাচ্ছে যে, জেলা, মহানগর, আহ্বায়ক কমিটির সুপারিশ এবং কেন্দ্রীয় কমিটির নিজস্ব বিবেচনায় নানা যাচাই-বাছাই ও বিচার বিশ্লেষণ শেষে অদ্য ১৭ মে, ২০১৮ তারিখ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সারথিদের নামের তালিকা ঘোষণা করা হলো। মূল কমিটির আরও যেসব পদ এবং নির্বাহী সারথির পদ শূণ্য আছে, সেসব পদে পরবর্তীতে পূরণ করা হবে।  নিচে জেলাওয়ারী নির্বাচিত সারথিদের নাম ও পদবী দেয়া হলো। ১. সভাপতি ঃ শ্রী বাবুল চন্দ্র পাল (ফেনী) ২. সিনিয়র সহ-সভাপতি ঃ শ্রী রতন চন্দ্র পাল (ফেনী) ৩. সহ-সভাপতি ঃ  শ্রী অজিত কুমার শীল (চট্টগ্রাম) শ্রী অজিত কুমার রায় (মুন্সীগঞ্জ) শ্রী অভি দত্ত  (চট্টগ্রাম) শ্রী দিলীপ কুমার সাহা (কুমিল্লা) শ্রী দীপক কুমার বণিক (কুমিল্লা) শ্রী দুলাল মজুমদার (কুমিল্লা) শ্রী আশীষ কুমার দাশ (নারায়ণগঞ্জ) শ্রী মনোরঞ্জন দে (ময়মনসিংহ) অধ্যাপক শুভরাজ বনিক (ফেনী) শ্রী রবীন্দ্র নাথ মণ্ডল (সাতক্ষীরা) শ্রী অমল রায় (রংপুর) ৪. সাধারণ সম্পাদক ঃ শ্রী লিটন চন্দ্র পাল (ন...

বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প

ছবি
👉বারদী লোকনাথ ব্রহ্মচারীর  আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প 👉আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ(৩ জুন, ২০১৮ খ্রিস্টাব্দ ) রোজ রবিবার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর  ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে গত বছরের ন্যায় এবারও বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে বিনা মূল্যে চিকিৎসা সেবা, খাবার স্যালাইন, বিশুদ্ধ খাবার জল, গীতা এবং শারদাঞ্জলি ফোরামের ক্যালেন্ডার বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বারদী আশ্রম কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সেবা ক্যাম্প করার অনুমতি দিয়েছে। সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল। সেবা ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় কমিটির সারথি শ্রী সঞ্জয় ভৌমিক। তিনি সোনারগাঁয় অবস্থানরত সারথিদের নিয়ে একটি কমিটি গঠন করবেন। সেবা ক্যাম্প পরিচালনায় শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা এবং বন্দর উপজেলা কমিটি সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এছাড়া বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে আগত সারথিরাও সেবা ক্যাম্পে সানন্দে অংশগ্রহণ করতে পারবেন। শার...
ছবি
সম্মানীত সুধী,   "সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি,  সংস্কৃতি,  সত্য ও শান্তির অন্বেষনে তারুণ্যের অভিযাত্রা"  এই স্লোগান'কে হৃদয়ে ধারন করে শারদাঞ্জলী ফোরাম, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মত মাদারীপুর জেলার,  কদমবাড়ী শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রমে জ্যেষ্ঠ মাসের ১৩ তারিখ  আগত পুণ্যার্থীদের জন্য একটি সেবাক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে। আমাদের সেবাসমূহ :  ১.  সম্পূর্ণ  বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক চিকিৎসা সেবা। ২. বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরন। ৩. বিশুদ্ধ পানি,  লেবুর শরবত, ওর-স্যালাইন বিতরণ। ৪. ক্যালেন্ডার, লিফলেট ও ধর্মীয় পুস্তক বিতরন। উক্ত সেবাসমূহ পরিচালনা ও সার্বিক সহযোগীতার  জন্য বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের সকল ধর্মপ্রাণ,  মানবসেবী দের সুদৃষ্টি আর্কষন করছি।  যোগাযোগ:  অচিন্ত্য কর।  01736256749 ( পারশনাল বিকাশ নাম্বার)  ধন্যবাদান্তে :  শান্ত সরকার। সভাপতি শারদাঞ্জলী ফোরাম,  গোপালগঞ্জ জেলা শাখা।

👉শারদাঞ্জলি ফোরাম গোপালগঞ্জ জেলা শাখা

ছবি
👉শারদাঞ্জলি ফোরাম গোপালগঞ্জ জেলা শাখা 🌹সম্মানীত সুধী,   "সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি,  সংস্কৃতি,  সত্য ও শান্তির অন্বেষনে তারুণ্যের অভিযাত্রা"  এই স্লোগান'কে হৃদয়ে ধারন করে শারদাঞ্জলী ফোরাম, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মত মাদারীপুর জেলার,  কদমবাড়ী শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রমে জৈষ্ঠ্য মাসের ১৩ তারিখ  ইং : 28 মে আগত পুণ্যার্থীদের জন্য একটি সেবাক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে। আমাদের সেবাসমূহ :  ১.  সম্পূর্ণ  বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক চিকিৎসা সেবা। ২. বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরন। ৩. বিশুদ্ধ পানি,  লেবুর শরবত, ওর-স্যালাইন বিতরণ। ৪. ক্যালেন্ডার, লিফলেট ও ধর্মীয় পুস্তক বিতরন। উক্ত সেবাসমূহ পরিচালনা ও সার্বিক সহযোগীতার  জন্য বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের সকল ধর্মপ্রাণ,  মানবসেবী দের সুদৃষ্টি আকর্ষণ করছি।  যোগাযোগ:  অচিন্ত্য কর।  📞01736256749 ( পারশনাল বিকাশ নাম্বার)  ধন্যবাদান্তে :  শান্ত সরকার। সভাপতি শারদাঞ্জলী ফোরাম,  গোপালগঞ্জ জেলা শাখা।

অদ্য ১১-০৫-১৮ ইং রোজ শুক্রবার সকাল ০৮-৩০ ঘটিকায় হবিগঞ্জ হতে রওয়ানা দিয়ে ০৯-৩০ ঘটিকায় লাখাই উপজেলার সিংহগ্রাম শ্রীশ্রী শিবমন্দির গীতা নিকেতনে পরিদর্শনের জন্য গমণ করি। সেখানে নিকেতনে কিছু অপ্রত্যাশিত ঘটনার সুষ্ঠু সমাধানের জন্যও আপ্রাণ চেষ্টা করি। তৎসময়ে রাঢ়িশাল গীতা নিকেতনের পরিচালক ভক্তপ্রবর শ্রীযুক্ত বাবু দিলীপ সিনহা এবং সহ-সভাপতি বাবু নন্দলাল বসাক উপস্থিত ছিলেন। বিষয়টি সমাধানের জন্য আগামী রবিবার রাত ০৭-৩০ ঘটিকার।

ছবি
অদ্য ১১-০৫-১৮ ইং রোজ শুক্রবার সকাল ০৮-৩০ ঘটিকায় হবিগঞ্জ হতে রওয়ানা দিয়ে ০৯-৩০ ঘটিকায় লাখাই উপজেলার সিংহগ্রাম শ্রীশ্রী শিবমন্দির গীতা নিকেতনে পরিদর্শনের জন্য গমণ করি। সেখানে নিকেতনে কিছু অপ্রত্যাশিত ঘটনার সুষ্ঠু সমাধানের জন্যও আপ্রাণ চেষ্টা করি। তৎসময়ে রাঢ়িশাল গীতা নিকেতনের পরিচালক ভক্তপ্রবর শ্রীযুক্ত বাবু দিলীপ সিনহা এবং সহ-সভাপতি বাবু নন্দলাল বসাক উপস্থিত ছিলেন। বিষয়টি সমাধানের জন্য আগামী রবিবার রাত ০৭-৩০ ঘটিকার সময় সেখানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেই। শিক্ষার্থীর উপস্থিতি ছিল অতুলনীয়। শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন পরিচালক বাবু সজল চন্দ্র দাস। সার্বিক সহযেগিতায় ছিলেন পরিচালক বাবু বাবুল চন্দ্র শীল।  অনুগ্রহপূর্বক  ভিডিওটি দেখার জন্য অনুরোধ রহিল। রাধে রাধে জয় রাধে। সুজিত চন্দ্র পাল মন্দিরভিত্তিক শিক্ষা বিষয়ক সম্পাদক শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শারদাঞ্জলী ফোরাম হবিগঞ্জ।

জয় গীতা শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ সন্তোষপুর কৃষ্ণ বলরাম মন্দির শারদাঞ্জলি গীতা নিকেতন ইউনিট ২ এর ক্লাস এর খন্ডচিত্র।

ছবি
জয় গীতা শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ সন্তোষপুর কৃষ্ণ বলরাম মন্দির শারদাঞ্জলি গীতা নিকেতন ইউনিট ২ এর ক্লাস এর খন্ডচিত্র। "আপনার সন্তানকে গীতা নিকেতনে পাঠান, গীতা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের অর্থাৎ শারদাঞ্জলী ফোরামের"

" লোকনাথ বাবার মহাবাণী "

ছবি
" লোকনাথ বাবার মহাবাণী, " কখনো সন্তাপ করবি না। সন্তাপ থেকে রুপ নষ্ট হয়। সন্তাপ থেকে শক্তি নষ্ট হয়। সন্তাপ থেকে জ্ঞান নষ্ট হয়। আর সন্তাপ থেকে ব্যাধি উতপন্ন হয়।। ----------জয় বাবা লোকনাথ,

শারদাঞ্জ লী গীতা নিকেতন।

ছবি

ওঁ শান্তি শান্তি শান্তি তিনবার শান্তি পাঠের প্রয়োজন কেন?

ছবি
ওঁ শান্তি শান্তি শান্তি তিনবার শান্তি পাঠের প্রয়োজন কেন? এর সঠিক অর্থ হচ্ছে"হে ঈশ্বর,আত্মজ্ঞান লাভের সকল বাধাবিঘ্ন দুর করূন"। তিন প্রকার বাধা দুর করার জন্য তিনবার শান্তি: বলা হয়। তিনটি বাঁধা হল- ১. আধ্যাত্মিক- আত্মায় ও শরীরে অবিদ্যা, রাগ, দ্বেষ, মূর্খতা এবং জ্বর পীড়াদি হয়। ২. আধিভৌতিক- যাহা শত্রু, ব্যাঘ্র এবং সর্পাদি হইতে প্রাপ্ত হওয়া যায়। ৩. আধিদৈবিক- যাহা অতিবৃষ্টি , অতিশীলা, অতিউষ্ণতা এবং মন ও ইন্দ্রিয় সমূহের অশান্তি হইতে উৎপন্ন হয়। হে ব্রহ্ম (ঈশ্বর) আপনি আমাদেরকে এই বিবিধ ক্লেশ হতে দূরে রাখিয়া সর্বদা কল্যাণ কর্মে প্রবৃত্ত করুণ। কেননা, আপনিই কল্যাণস্বরূপ সমগ্র জগতের কল্যাণকারী এবং ধার্মিক ও মুমুক্ষদের কল্যাণদাতা। অতএব তা আপনি স্বয়ং নিজ কৃপায় সকল জীবের হৃদয়ে প্রকাশিত হউন, যেন সকল জীব ধর্মাচরণ করে, অধর্ম পরিত্যাগ করিয়া পরমানন্দ প্রাপ্ত হয় ও দুঃখ হতে দূরে থাকে। 🌹ওঁ শান্তি শান্তি শান্তি

শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সবাইকে কৃষ্ণভাবনামৃত শুভেচ্ছা।

ছবি
শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত শারদাঞ্জলি ফো রাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সবাইকে কৃষ্ণভাবনামৃত শুভেচ্ছা। ১। শ্রী বাবুল চন্দ্র পাল - সভাপতি ২। শ্রী লিটন চন্দ্র পাল - সাধারণ সম্পাদক ৩। শ্রী লোকনাথ ভৌমিক - সংগঠনিক সম্পাদক ৪। শ্রী নিহার বিশ্বাস - প্রচার সম্পাদক ৫। শ্রী সুমন চন্দ্র দাস - কোষাধ্যক্ষ ৬। শ্রী সুজিত পাল - মন্দিরভিত্তিক শিক্ষা কার্যাক্রম বিষয়ক সম্পাদক। সভাপতি অমল চন্দ্র রায় সাধারণ সম্পাদক সমরেশ দাস শারদাঞ্জলি ফোরাম, রংপুর জেলা।
ছবি
গত এপ্রিল ২০, ২০১৮ তারিখ অনুষ্ঠিত সভার কার্যবিবরণী শারদাঞ্জলি ফোরামের সারথিদের অবগতির জন্য ফেসবুকে পোষ্ট দিলাম। সকল সারথিকে কার্যবিবরণী মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করছি। আমি এখনও অসুস্থ। ডাক্তার কম্পিউটারে কাজ করার জন্য নিষেধ করছেন। তবুও প্রাণের তাগিদে বসতে হয়েছে। ভাষাগত এবং কম্পোজজনিত কোন ভুল-ভ্রান্তি থাকলে সারথিদের ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। শারদাঞ্জলি ফোরাম  অস্থায়ী প্রধান কার্যালয়, মল্লিক টাওয়ার, ৮ম তলা, ঢাকা বিষয় ঃ এপ্রিল ২০, ২০১৮ তারিখে অনুষ্ঠিত জরুরী সভার কার্যবিবরণী।   গত এপ্রিল ২০, ২০১৮ তারিখ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় শারদাঞ্জলি ফোরাম-এর অস্থায়ী কার্যালয় দিকদর্শন প্রকাশনী লিঃ, মল্লিক টাওয়ার(৮ম তলা), চিত্তরঞ্জন এভিনিউ, ঢাকা-১০০০ অফিসে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং কেন্দ্রীয় সম্মেলন   প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী রতন চন্দ্র পাল। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিট...

অদ্য এপ্রিল ২০, ২০১৮ ইং শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় শারদাঞ্জলি ফোরাম-এর কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় দিকদর্শন প্রকাশনী লিঃ, মল্লিক টাওয়ার(৮ম তলা), চিত্তরঞ্জন এভিনিউ, ঢাকা।

ছবি
অদ্য এপ্রিল ২০, ২০১৮ ইং শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় শারদাঞ্জলি ফোরাম-এর কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় দিকদর্শন প্রকাশনী লিঃ, মল্লিক টাওয়ার(৮ম তলা), চিত্তরঞ্জন এভিনিউ,  ঢাকা-১০০০ অফিসে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বিপুল সংখ্যক সারথির উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপিস্থিত সারথিদের সর্বসম্মত সম্মতিতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভার কার্যবিবরণী সকল সারথিদের অবগতির জন্য আগামী ২২ এপ্রিল ফেসবুকে পোস্ট দেয়া হবে। জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।