জয় গীতা
জীবের প্রকৃত স্বরুপ হচ্ছে আত্মা এবং তার জড় দেহটি প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তার ফলে সে কখনও শিশু, কখনও কিশোর, কখনও যুবক এবং কখনও বৃদ্ধ, এভাবেই সে নানা রূপ ধারন করে করছে। দেহ অকেজো হয়ে গেলে, সেই দেহ ত্যাগ করে আত্মা অন্য দেহ গ্রহন করে। কিন্ত আত্মার কোন পরিবর্তন হয় না।
(শ্রীমদ্ভগবদগীতা ২য় অধ্যায় শ্লোক ১৩)।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন