নিখোজ এ্যাড.রথীশ চন্দ্র ভৌমিক (বাবুসোনা)র  সুস্থ ভাবে ফিরিয়ে দেবার দাবি তে  চলছে আন্দলোন চলবে. ।

 আজ  শারদাঞ্জলী ফোরাম  রংপুুর জেলা শাখা, মাহিগঞ্জ গোসাই বাড়ি এলাকা বাসি ও সাতমাথা মহানাম সংঘ এর উদ্যগে আয়োজিত বিক্ষোভ  মিছিলটি সাতমাথা,  মাহিগঞ্জ, তাজহাট হয়ে সাতমাথা শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত  হয় এতে বক্তব্য  দেন রংপুুর সিটি কর্পোরেশনের ৩০নং ওর্য়াড কাউন্সিলার জনাব মালেক নিয়াজ আরজু।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্ষমা প্রার্থণা মন্ত্র

যদি ব্রজের লতা হইতাম, বৃক্ষ মূলে পড়ে থাকতাম। ভক্ত, বৈষ্ণব হেঁটে যেতে, তাদের চরণ ধূলা লইতাম।। লতা হয়ে শ্রীকৃষ্ণ পেল। আমার মানব জনম বৃথা গেল।। তাই শ্রীগুরুদেব। প্রভুপাদ শ্রীল চৈতন্য সুন্দর গোস্বামীজী বলেছেন? পেয়ে জনম হারাইলে আরকি জনম হবে। এমন সেই জনম পেয়ে ভজলাম না মাধবে।। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।