হরে কৃষ্ণ
প্রতিটি নগর ও গ্রামে সকলেরই উচিত শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশ লাভ করে দিব্যজ্ঞান লাভ করা। জাতি-ধর্ম নির্বিশেষে সকলকেই কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করা উচিত। তার ফলে সারা পৃথিবী শান্তি ও আনন্দ লাভ করবে এবং সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করবে, যা তিনি চেয়েছিলেন। চণ্ডাল বলতে যারা কুকুরের মাংস আহার করে তাদের বুঝানো হয়েছে। তারা হচ্ছে সব চাইতে নিম্ন স্তরের মানুষ। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে চণ্ডালেরা পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। কৃষ্ণ ভক্তি কোন একচেটিয়া অধিকারভুক্ত নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের অধিকার সকলেরই রয়েছে। তা গ্রহণ করে সুখি হওয়ার সুযোগ সকলকেই দেওয়া উচিত।
শ্রীল প্রভুপাদ কথামৃত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন