শাস্ত্রে বলেছেন যে বিরহ বেদনা অনুভব না করলে প্রেমের অনুভব সম্পূর্ন হয় না ।
লিঙ্ক পান
Facebook
X
Pinterest
ইমেল
অন্যান্য অ্যাপ
শাস্ত্রে বলেছেন যে বিরহ বেদনা অনুভব না করলে প্রেমের অনুভব সম্পূর্ন হয় না । যেমন রাধারানীর অনুভব হয়েছিল বৃন্দাবনে কৃষ্ণ বিচ্ছেদে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর গম্ভীরায় অন্ত লীলায় । বিরহে প্রেমের পুষ্টি হয় ও প্রেমিক প্রেমিকা বিচ্ছেদের মধ্যে মিলনের সুখ অনুভব করেন । এ কিন্তু জড় জাগতিক সমাজে অসম্ভব ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন